ইসলামপুর সরকারি কলেজ

ইসলামপুর, জামালপুর

শিক্ষাই জাতির মেরুদন্ড

  • কলেজ কোড:

  • EIIN:

:

:

Sunday 25 May 2025

Chairman Message

সুপ্রিয় এলাকাবাসী, অভিভাবক ও শুভাকাক্সক্ষীবৃন্দ, আপনাদের সকলকে জানাই, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও হৃদয়োৎসারিত শ্রদ্ধা ও ভালোবাসা। আপনাদের প্রণোৎসারিত ভালোবাসা, আশীর্বাদ এবং আন্তরিক শুভকামনায় সিক্ত হয়ে ইসলামপুর কলেজ আজ ৩৮ বছর পেরিয়ে এই অঞ্চলের অভিভাবক এবং শিক্ষার্থীদের নিকট এক আস্থা, বিশ্বাস ও নির্ভরতার প্রতীক। এই কলেজের ইতিহাস সংক্ষিপ্ত হলেও; তা কৃতিত্বপূর্ণ সাফল্যে পরিপূর্ণ। প্রতি বছরেই এই কলেজের শিক্ষার্থীরা চমকপ্রদ ফলাফল অর্জনের মাধ্যমে সাফল্যের সৌরভ ছড়িয়ে রচনা করছে নিত্য নতুন গৌরবের ইতিহাস। অদম্য মেধার লড়াইয়ে জয়ী হয়ে উল্লেখযোগ্য হারে স্থান করে নিচ্ছে দেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলোতে। শিক্ষার্থীদের আদর্শ জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক-কমকর্তা-কর্মচারি সদা তৎপর।

.